Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৪

বিভাগীয় কমিশনার সমন্বয় সভা (ভূমি বিষয়ক) ২০২৩ অনুষ্ঠিত ​


প্রকাশন তারিখ : 2023-09-17

বিভাগীয় কমিশনার সমন্বয় সভা (ভূমি বিষয়ক) ২০২৩ অনুষ্ঠিত ​

/ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি সেবা মনিটরিং করা হচ্ছে- ভূমিমন্ত্রী/

(ঢাকা, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমিসেবা প্রদানের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।

আজ রবিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী এ কথা জানান। এসময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের সকল বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, দুঃখজনক হলেও সত্যি, এখনো প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে নাগরিক হয়রানির। এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমিমন্ত্রী বিভাগীয় কমিশনারগণকে নিয়মিত নিজ অধিক্ষেত্রের ভূমি অফিসের ড্যাশবোর্ড নিবিড়ভাবে মনিটর করার অনুরোধ করেন।

এসময় দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করা সম্ভব হবেনা বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী।

সাইফুজ্জামান চৌধুরী ভূমিসেবা বিষয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, সকল পর্যায়ের ভূমিসেবা গ্রহীতাদের কথা বিবেচনা করে আমাদেরকে তাঁদের নিকট সঠিক তথ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, এই পর্যন্ত দেশের ৪০টি জেলায় গিয়ে ভূমি কর্মকর্তাদের হাতেকলমে ডিজিটাল ভূমিসেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাকি জেলাগুলোতেও এই ধরণের প্রশিক্ষণ পরিচালনা করা হবে। এই সময় তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন অনুযায়ী এখন থেকে বিআইডব্লিউটিএ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড বা অন্য কোনো সরকারি সংস্থা হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করতে পারবে।

এবারের বিভাগীয় কমিশনারের সভায় দুর্নীতি প্রতিরোধ ও ডিজিটাল ভূমি সেবার প্রসারে পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্ব পায়।পায়।

Divisional Commissioner Coordination Meeting (Land Related) 2023 held​

/Field level land services being monitored by dashboard: Land Minister/

Land Minister Saifuzzaman Chowdhury stated that the land service at the field level is being closely monitored by the dashboard.

He made this statement while speaking as the chief guest at a coordination meeting of Divisional Commissioners related to the Ministry of Land, held in the conference room of the Ministry of Land at the Secretariat on Sunday. Land Secretary Md. Khalilur Rahman chaired the meeting. Divisional Commissioners from across the country, along with senior officials of the Ministry of Land were present.

The Land Minister also expressed concern about the persistent complaints of citizen harassment and pledged to take stricter measures to ensure corruption-free land services in the national interest. Necessary actions will be taken by closely reviewing the progress from the Dashboard. Furthermore, the Land Minister urged the Divisional Commissioners to regularly monitor the dashboard of their respective Land Offices.

The Land Minister emphasized that if efficient, transparent, people-friendly, and accountable land services are not ensured, it will be impossible to establish Bangabandhu's dream of Sonar Bangla.

Saifuzzaman Chowdhury stressed the importance of increasing awareness about Land Service nationwide and stated that, considering all levels of land service receivers, necessary measures must be taken to provide them with proper information.

In his speech, the land secretary informed the divisional commissioners that land officials have been trained in digital land services in 40 districts across the country. This type of training will also be conducted in the remaining districts. Additionally, he mentioned that, according to the Balumhal and Soil Management (Amendment) Act, the water development board or any other government agency can conduct hydrographic surveys in addition to BIWTA.

This year's Divisional Commissioner's meeting highlighted the importance of taking measures to prevent corruption and promote digital land services.