Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ডিসেম্বর ২০২২

ভূমি সচিব ও তাঁর দলের জাতীয় পর্যায়ে 'ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২' অর্জন


প্রকাশন তারিখ : 2022-12-13

//ভূমি সচিব ও তাঁর দলের জাতীয় পর্যায়ে 'ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২' অর্জন//

//উইসিস পুরস্কার ২০২২-এর অর্জনের পর অনলাইন এলডি ট্যাক্স পেমেন্ট সিস্টেমের ২য় স্বীকৃতি//

//প্রায় ৩০০ কোটি টাকা অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে সরকারি কোষাগারে//

(ঢাকা, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২) 'অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ' সিস্টেম স্থাপনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ ও তাঁর দল সরকারি সাধারণ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে 'ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২' অর্জন করেছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে 'অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ' সিস্টেম উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল।

দলের অন্যান্য সদস্যবৃন্দ হলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন পনির, পিএএ।

গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস, ২০২২ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক থেকে তাঁরা 'ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২২' ও সনদ গ্রহণ করেন।

গত ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি হ্রাস সহ ভূমি অফিসের দুর্নীতি কমাতে এবং ভূমি অফিসের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে স্থাপিত অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ সিস্টেমটি উদ্বোধন করেন। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ সিস্টেম এই বছর আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ উইসিস পুরস্কার ২০২২ ও অর্জন করে।  

উদ্বোধনের পর এ পর্যন্ত প্রায় ৪ কোটি ১০ লক্ষ হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তর করা হয়েছে। অনলাইন দাখিলা (রশিদ) প্রদান করা হয়েছে প্রায় ৩০ লক্ষ। প্রায় ৩০০ কোটি টাকা অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের মধ্যমে তাৎক্ষনিকভাবে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়েছে।

বর্তমানে অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে ভূমি মালিকগণ ভূমি অফিসে না এসেই পৃথিবীর যে-কোন প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে ফোন করে অথবা ভূমিসেবা পোর্টাল land.gov.bd এ অথবা ‘ভূমি উন্নয়ন কর’ মোবাইল আ্যাপ-এর মাধ্যমে ঘরে বসেই এনআইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইনে তাদের ভূমি উন্নয়ন কর প্রদান করছেন।

ভূমি মালিকগণ ভূমি উন্নয়ন কর পরিশোধের সাথে-সাথে তাৎক্ষণিক-ভাবে অনলাইনে কিউআর কোড-সমৃদ্ধ যে দাখিলা পাচ্ছেন তা ম্যানুয়াল পদ্ধতির দাখিলার সমমানের এবং সর্বত্র গ্রহণযোগ্য। এছাড়া, এ সিস্টেমের ফলে একদিকে একজন জমির মালিক রেজিস্ট্রেশন না করেও তার এনআইডি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন কিংবা অটো-জেনারেটেড করের দাবীর পরিমাণের বিষয়ে আপত্তি তারা জানাতে পারছেন । এনআইডি নাম্বার দিয়ে একজন জমির মালিকের সকল তথ্য এই সিস্টেম থেকে জানা সম্ভব। অন্যদিকে, ভূমি অফিসের রেজিস্টারসমূহও ডিজিটাল হয় যাচ্ছে এবং ভূমি অফিসের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, সৃষ্টি হচ্ছে আস্থার।

প্রসঙ্গত, 'অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ' সিস্টেম স্থাপনের পূর্বে ভূমি মালিক তথা জনসাধারণকে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য কষ্ট করে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত যেতে হতো। এতে জনসাধারণের যেমন আর্থিক ক্ষতি হতো এবং তেমনি প্রচুর সময়ও ব্যয় হতো। এছাড়াও অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন অজুহাতে তাদের ভূমি উন্নয়ন কর না নেওয়ার ঘটনাও ঘটত, বরং তাঁরা হয়রানির শিকার হতেন। ঐ সময় এক গবেষণায় দেখা গিয়েছিল, বাংলাদেশের প্রায় ৪৫% ব্যক্তি এভাবে ভূমি অফিসের দুর্নীতি বা হয়রানির শিকার হচ্ছিলেন। ফলে পারতপক্ষে ভূমি অফিসে না গিয়ে তারা দালালদের সহায়তা নিয়ে থাকতেন। এতে ভূমি মালিক আর্থিক ক্ষতির শিকার হন, প্রতারিতও হন। এসব নানাবিধ কারণে অনেকেই সময়মত ভূমি উন্নয়ন কর পরিশোধে আগ্রহ দেখাতেন না তাঁরা। এতে সরকারের রাজস্ব আয়ও ব্যাহত হচ্ছিল। সর্বোপরি, ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে ভূমি অফিসের প্রতি সাধারণ জনগণের খুবই খারাপ ধারণার সৃষ্টি হচ্ছিল। এরূপ বাস্তবতায় সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানিসহ ভূমি অফিসের দুর্নীতি কমাতে এবং ভূমি অফিসের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ সিস্টেমটি চালু করে।

//Land Secretary and his team won the 'Digital Bangladesh Award 2022' at the national level//

//Online LD Tax Payment system's 2nd recognition after winning WSIS Prize 2022//

//About 300 crores of LD Taxes have been deposited in the government exchequer by the online system//

Land Secretary Md Mustafizur Rahman PAA and his team won the ‘Digital Bangladesh Award 2022’ at the national level in the government general category for the successful implementation of the initiative of the Online Land Development Tax Payment system. The ‘Online Land Development Tax Payment’ system initiative was taken under the direction of Land Minister Saifuzzaman Chowdhury.

Other members of the team are Additional Secretary of the Ministry of Land Pradip Kumar Das, Additional Secretary of the Finance Division Nazma Mobarek, Director of Bangladesh Computer Council Tarique M Barkatullah, Joint Secretary of the Ministry of Land Dr. Md. Jahid Hossain Panir, PAA.

They received the ‘Digital Bangladesh Award-2022’ and certificate from ICT State Minister Zunaid Ahmed Palak in the presence of Prime Minister Sheikh Hasina at the inaugural and award distribution ceremony organized on the occasion of Digital Bangladesh Day, 2022 at Bangabandhu International Conference Center on Monday.

Prime Minister Sheikh Hasina inaugurated the online land development (LD) tax payment system on September 8, 2021, to reduce corruption in the land office and increase the transparency of the land office, including lessening the suffering and harassment of the common people. Notably, the Ministry of Land’s online land development tax payment system has also won the prestigious WSIS Prize 2022 this year, awarded by the International Telecommunication Union (ITU).

After the inauguration, about 4 crores 10 lakhs holding data has been converted from manual to digital so far. About, 30 lakhs online Dakhila (receipt) have been provided. About, Taka 300 crores have instantly been deposited in the government exchequer through an automated invoice system Online Land Development Tax Payment system.

At present, through this system, the landowners are paying their land development taxes online by calling Land Ministry Hotline 16122 from anywhere in the world without coming to the land office or by completing the registration with the NID number at home through the Land Service Portal ‘land.gov.bd’ or ‘Land Development Tax’ mobile app.

QR code-enhanced receipt copy received instantly by land owners after paying land taxes is equivalent to the manual receipt and universally acceptable. Besides, because of this system, on the one hand, a landowner can pay land development taxes through his NID without registration or they can also object to the amount of auto-generated tax claim. It is possible to know all the information of a landowner from this system with the NID number. On the other hand, the registers of the land office are also going digital and people’s attitude towards the land office is changing, and trust is developing.

The landowners and the public had to go hard on the Union Land Office to pay the land development taxes before the establishment of the ‘Online Land Development Tax Payment’ system. It would have caused financial loss to the public and taken up a lot of time as well. In most cases, they were also denied the receiving of land development taxes on various pretexts, rather, they were harassed. At that time, a study found that about 45% of the people of Bangladesh were victims of corruption or harassment in the land office in this way. As a result, instead of going to the land office, they used to seek the help of the tout. As a result, the landowner suffered financial losses and was also often deceived. Many people did not show interest in paying land development taxes on time due to these various reasons. It was also disrupting the revenue of the government. Above all, the public was having a terrible impression of the land office regarding the payment of land development tax. In such a reality, the Ministry of Land introduced the online land development taxes payment system as part of Prime Minister's Digital Bangladesh initiative to reduce corruption in the land office and increase the transparency of the land office, including the suffering and harassment of the common people.