Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে 'শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন করেছে ভূমি মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2022-10-18

 

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে 'শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন করেছে ভূমি মন্ত্রণালয়
(ঢাকা, মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২) ভূমি মন্ত্রণালয় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে 'শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন করেছে। আজ মঙ্গলবার সকালে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-এর নেতৃত্বে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপনের কর্মসূচি শুরু করে ভূমি মন্ত্রণালয়। এরপর ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিবের সভাপতিত্বে শেখ রাসেল দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় ভূমি মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূমি সচিব সভায় তাঁর বক্তব্যে বলেন, এই অঞ্চলের মানুষের অধিকার আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দেওয়া ও স্বাধীনতার স্বপ্ন দেখানোর কারণে যে সময়ে পাকিস্তানী পেটোয়া বাহিনীর কর্মকাণ্ডে জাতির পিতার পরিবার কঠিন অনিশ্চয়তা ও অন্ধকারের মধ্যে দিয়ে গমন করছিল, ঠিক সেই সময়ে তাঁর পরিবার আলোকিত করে ১৯৬৪ সালের আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন ছোট্ট শিশু শেখ রাসেল। তিনি আরও বলেন, শেখ রাসেল ছিলেন খুব মেধাবী, নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।
সচিব বলেন, বাঙ্গালী জাতির স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ত্যাগের জন্য তাঁদের কাছে জাতি চিরকৃতজ্ঞ। জাতির পিতার পরিবার-সদস্যগণের জীবন দর্শন থেকে আমাদের সবার শিক্ষা গ্রহণ করতে হবে।
মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের পরিবারের ছোট ছোট সদস্য ও শিশুদের শহিদ শেখ রাসেলকে হৃদয়ের মণিকোঠায় লালন করতে উদ্বুদ্ধ করতে হবে। শিশু শেখ রাসেলের স্মৃতিময় আলেখ্য, তাঁর দৃঢ়চেতা মনোভাব ও অপরিসীম সাহসিকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও বংবন্ধুর আদর্শ ধারণ করতে শেখাতে হবে আমাদের সন্তানদের কিংবা সন্তানদের সন্তানদের। যেন আজকের প্রজন্মের শিশুরা শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে আগামী দিনের উন্নত বাংলাদেশকে পরিচালিত করতে পারে এবং দিতে পারে বলিষ্ঠ নেতৃত্ব।
ভূমি সচিব ছাড়াও সভায় আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Ministry of Land has observed 'Sheikh Russel Day 2022' with due dignity and reverence
Ministry of Land has observed 'Sheikh Russel Day 2022' with due dignity and reverence. The Land Ministry has started the program of observing 'Sheikh Russel Day 2022' by placing wreaths at the portrait of the youngest son of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Shaheed Sheikh Russe্‌ today, Tuesday morning, under the leadership of Land Secretary Md Mustafizur Rahman PAA, in the premises of the ministry. A discussion, chaired by the Land Secretary, on Sheikh Russel Day took place in the conference room of the Ministry of Land thereafter. All levels of officials and staff of the Ministry of Land were present at this time.
In his speech at the meeting, the land secretary said that at a time when the father of the nation was leading the struggle for the rights of the people of the region and dreaming of independence, his family was going through severe uncertainty and darkness due to the activities of the Pakistani repression forces; At this moment, on this day in 1964, Sheikh Russel came to earth with joy for his family. Sheikh Russel was very talented, a symbol of serenity, and a lifelong valiant star.
The secretary said the nation is eternally grateful to Bangabandhu Sheikh Mujibur Rahman and his family for their sacrifice. We all have to learn from the life philosophy of the family members of the Father of the Nation.
Mustafizur Rahman said, we have to encourage the younger members of our family and children to cherish the martyr Sheikh Russel in the heart. Our children or children's children should be taught to capture the memorable memories of little star Sheikh Russel, his steadfast attitude and immense courage and the spirit of the liberation war and the ideals of Bangabandhu. So that the children of today's generation can take Sheikh Russel's radiant conviction in their hearts and lead the developed Bangladesh of the future and give strong leadership.
In addition to the land secretary, officials and employees of different levels of the Ministry of Land also spoke briefly in the meeting.